Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: প্রতি বছরের মতো এবারও আরামবাগ উৎসব নির্ধারিত সময়ের মধ্যে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে অযথা টলিউড বলিউড তারকাদের বিপুল অঙ্কের অর্থ দিয়ে না এনে পশ্চিমবঙ্গের এক ঝাঁক বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোরঞ্জক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ ডিসেম্বর সম্ভাব্য বাংলা ব্যান্ড স্বনামধন্য দোহার, ২৭ ডিসেম্বর সম্ভাব্য ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত শিল্পী দেবারতির সঙ্গীত, ২৭ ডিসেম্বর সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী রনিতা ব্যানার্জী, ২৯ ডিসেম্বর সম্ভাব্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী দ্বয় শ্রাবণী সেন ও মনোময় ভট্টাচার্য, ৩০ ডিসেম্বর সম্ভাব্য “চিরায়ত” র সঙ্গীত পরিবেশন,৩১ ডিসেম্বর সম্ভাব্য সঙ্গীত শিল্পী সারেগামাপা খ্যাত অরিত্র সেনগুপ্তর সঙ্গীত পরিবেশন, ১ জানুয়ারি ২০২৩ যাত্রা সাম্যাগ্রী কাকলী ও যাত্রা সম্রাট অনলের “মেঘে ঢাকা তারা” যাত্রা পালা, শেষ দিন ২জানুয়ারী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের সঙ্গীত। এছাড়াও প্রতিদিনই থাকছে স্থানীয় শিল্পীদের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন। এবারের বাইরের আমন্ত্রিত শিল্পীদের নামের সম্ভাব্য লিস্ট দেখে কেউ কেউ নাক সিঁটকেছেন। কেন মুম্বাই খ্যাত সঙ্গীত শিল্পীদের আনা হচ্ছে না, কেউবা আগের পৌর প্রধান স্বপন কুমার নন্দী, তারও আগে বাম জমানায় গোপাল কচ টলিউড বলিউড তারকাদের আনার উদাহরণ টেনে তুলেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিমত, আরামবাগ পৌরসভার উন্নয়ন সর্বাগ্রে প্রয়োজন, পৌরসভার অর্থ নেই বলে বহু উন্নয়ন নাকি ঝুলে আছে। এমতাবস্থায় কিভাবে বলিউড টালিউডের রীতিমত আর্থিক চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে আসার বায়নাক্কা হতে পারে? তা ছাড়া সম্ভাব্য যে যে শিল্পীদের নামের তালিকা স্যোসাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁরা কোনো অংশে কম নন। সুতরাং এই নামের তালিকা নিয়ে যে প্রশ্ন আসবেইনা এটাও অনেকেই জানাচ্ছেন। এবার দেখার, ঋন করে ঘি খাওয়ার অযথা ইচ্ছা সৃষ্টি করে কি আরামবাগ পৌরসভা, নাকি উন্নয়ন কে প্রাধান্য দিয়ে স্বল্প ব্যায়ে মনজ্ঞ উৎসব উপহার দিতে সচেষ্ট হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.