Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত গোস্বামী : দিকে দিকে বিজেপির নবান্ন অভিযানে যেতে বাধা দেওয়া হচ্ছে। বাঁকুড়া জেলাও বাদ যায়নি। সোনামুখীর বিজেপি বিধায়ককেও একই ভাবে বাধা দেয় পুলিশ। বিজেপি বিধায়কের দাবি , রসুলপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা এবং তাকে নবান্নে যেতে বাধা দেওয়া হয় । তারই প্রতিবাদে তিনি পাত্রসায়ের থানায় এসে রীতিমতো থানার সামনে বসে বিক্ষোভ দেখান । পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী এবং কিছু সময় পর পাত্রসায়ের থানার ওসি বিধায়কের এই অবস্থান বিক্ষোভ তুলে দেন ।

সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান , রসুলপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার গাড়ি আটকে দেয় পাত্রসায়ের থানার ওসিকে ফোন করা হলেও তিনি যাননি এবং সেখান থেকে ফিরে এসে পাত্রসায়ের থানায় অবস্থান-বিক্ষোভ করি । বিক্ষোভ শেষে হাওড়ার উদ্দেশ্যে আবারো তিনি রওনা দিচ্ছেন বলে জানান তিনি ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.