কৃতঘ্ন প্রেম দেয় স্বাদহীন ভালোবাসা
অতনু ভাবনা নিয়ে ঘুরে মরি
কক্ষচ্যূত পথে ;
চটুল ক্ষুধায় জেগে ওঠে খুনী পিপাসা।
গার্হস্থ্য কান্না থামিয়ে ভেসে চলি
অনুরূদ্ধ স্রোতে
উলঙ্গ লালসায় চরিত্রবান ঝড় থেমে যায়
ঐহিক দিগন্তে,
কল্লোলিত সুখ খোঁজে আত্মঘাতি মনন ।
কোবিদ চালাকি ভেঙে দেয়
উদভ্রান্ত প্রতিরোধ ,
অপ্রতিভ আশা বহে আনে
সংজ্ঞাহীন কর্মের অনক্ষ ক্যারিয়ার,
ঋদ্ধ যৌবন উষর চিন্তায় হয়ে ওঠে
ঘোরালো মিথ্যা। উপভোক্তা কাম উদ্ভিন্ন পাগলের
মত জাগিয়ে দেয় চৌম্বক স্বাদ,
উতলা স্নায়ুতন্ত্রে হাত রাখে
জংলী আবেগ ।
অটল দৌড়ে ক্লান্ত আমি ঘুমিয়ে পড়ি
অতন্দ্র ঘুমে
অনাথ শান্তি দেয়
একাকি স্বপ্ন ,
বার বার বিরক্ত করে
অচিন প্রিয়জন।
