আজ ৫ই সেপ্টেম্বর ।এই দিনটি সমগ্র ভারতবর্ষ জুড়ে শিক্ষকদের সম্মানিত করা হয়। প্রথাগতভাবে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড: শ্রী সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। একজন সুদক্ষ দার্শনিক, দক্ষ রাজনীতিবিদ এবং তারও উপরে একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবেই তাঁর পরিচয় সর্বাধিক। তাঁর শিক্ষার এবং শিক্ষার্থীদের প্রতি অগাধ ভালবাসাই বারবার টেনে নিয়ে গেছে বিশ্বের নানান শিক্ষাপ্রতিষ্ঠানে। বিশেষত তাঁর নিজের ছাত্রদের থেকে সবসময় পেয়েছেন অগাধ ভালবাসা। একবার সেই প্রসঙ্গেই ছাত্রছাত্রীদের থেকে অনুরোধ পান তাঁর জন্মদিন উদযাপন করার, সেইদিনই তিনি প্রথম ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন তাঁর জন্মদিন শুধু নয়, আজ থেকে এইদিনে যেন শিক্ষক দিবস পালন করা হয় । ছাত্রদের এই অনুপ্রাণিত করার বিষয়টি চলে আসছে সেই বৈদিক যুগ থেকে। এমনকি পুরাণে মুনি ঋষিদের বাণীগুলিকেই শিষ্যরা শ্রবণ করতেন, পরবর্তীতে তাই বেদ তাই উপনিষদ। শাস্ত্র অনুযায়ী, বাবা এবং মায়ের পর যদি শিরোধার্য কেউ থাকেন তবে তিনিই শিক্ষাগুরু। তার প্রতি অশ্রদ্ধা, অবমাননা এবং বঞ্চনা দেবতুল্য অপমান।তাই সুশিক্ষায় শিক্ষিত করেন যিনি তাঁর নির্দেশিত প্রতিটি অক্ষর অবিলম্বে পালন করা উচিত।