Arambagh Times
কাউকে ছাড়ে না

বিশেষ সংবাদদাতা: মানুষের দৈনন্দিন পরিষেবা পৌঁছে দিতে  হাজির গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। এমনকি  ছুটির দিনেও রেহাই নেই।এরই মাঝে আবার সংসারের খুঁটিনাটিতেও তাঁর নজর।অবসর কাটানোর সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে তাঁর নেশা একটাই সাহিত্য চর্চা।সময় পেলেই মেতে ওঠেন নানা লেখায়। কখনো কবিতা। কখনো প্রবন্ধ। কখনো অনুগল্প। আবার কখনো প্রতিবেদন। তিনি গোঘাটের বেঙ্গাই গ্রামের মনোরঞ্জন সাঁতরা।তিনি  একটি গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত। তবে সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা আজও অটুট। পঞ্চায়েতের কাজ চাপে হারিয়ে যায়নি তাঁর সাহিত্য চর্চা। তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি বই লিখেছেন যেমন পশ্চিম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিবরণ নিয়ে লিখেছেন  -” প্রকল্প কথা “। স্বামী বিবেকানন্দকে নিয়ে লিখেছেন-“স্বামীজীর আহ্বানে”।পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ কে নিয়ে লিখেছেন-“পরমহংসের সন্ধানে”। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক মহাশয়দের অনুরোধে তিনি প্রতি নিয়ত লিখে চলেছেন কবিতা, অনুগল্প, প্রবন্ধ, প্রতিবেদন ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.