Arambagh Times
কাউকে ছাড়ে না

আয়ুশের বয়স ৫ মাস। ওর হাতে আর মাত্র ১৩-১৯ মাস আছে। তারমধ্যে ওর লাগবে ১৬ কোটি টাকা। হ্যাঁ! ঠিকই পড়েছেন ১৬ কোটি টাকা। কী হয়েছে আয়ুষের?আয়ুষ লড়াই করছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি (টাইপ-১) নামক একটা দুরারোগ্য অসুখের সাথে। এই অসুখের ফলে আয়ুষ হাত-পা নাড়াতে পারে না, ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না। সোজা কথায় আয়ুষের শরীর থেকে একটা গুরুত্বপূর্ণ “জিন” উধাও হয়ে গেছে।কী করলে ঠিক হবে আয়ুষ?এই মুহূর্তে আয়ুষের প্রয়োজন জিন থেরাপির। যার ফলে সেই উধাও হয়ে যাওয়া জিন আবার ফিরিয়ে দেওয়া হবে আয়ুষের শরীরে। আর একবার এই প্রক্রিয়াটা সম্পন্ন হলেই আয়ুষ আর পাঁচটা সুস্থ বাচ্চার মতো হয়ে উঠবে।এই মুহূর্তে কী প্রয়োজন?এই মুহূর্তে একটা জিনিসই প্রয়োজন। টাকা। কত? ১৬ কোটি টাকা। কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে কি ১৬ কোটি টাকা জোগাড় করা সম্ভব? উত্তর- না! সম্ভব না। তাই জন্যই এই আবেদন।আমাদের কী করা উচিত?আয়ুষের খবরটা যতদূর অবধি সম্ভব ছড়িয়ে দেওয়া উচিত। যাতে এই রাজ্যের প্রত্যেক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আয়ুষের এই অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হন। যাতে সমাজের সর্বস্তরের মানুষ আয়ুষকে সাহায্য করতে এগিয়ে আসেন।কীভাবে সাহায্য করবেন আয়ুষকে? কীভাবে যোগাযোগ করবেন ওর পরিবারের সাথে?

Account holder’s Name- ARPON DAS

Account Number- 11403187478

IFSC- SBIN0006156

Bank Name- State Bank of India

Branch Name- Sakti Nagar

GPay- 9051207144 (Arpon Das)

PhonePe-9733755759 (Tumpa Saha)

UPI ID- arpondas1988@oksbi

যোগাযোগ- 9051207144 / 9733755759

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.