Arambagh Times
কাউকে ছাড়ে না

১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের কম ঘনত্বের এবং এক বারই ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী এ রাজ্যে নিষিদ্ধ হল । প্লাস্টিকের ক্যারিব্যাগ ছাড়া এমন কী আছে, যাতে বাজার করে কাটা  মাছ-মাংসের পরিবহন সম্ভব ?
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশকর্মীদের বড় অংশেরই দাবি, বিকল্প রয়েছে প্রচুর।  সেগুলোর ব্যবহার যাতে মানুষজন ঠিকঠাক করে সে বিষয়ে তাঁরা সচেতনতার কাজ করবে। এখানেই আমার প্রশ্ন সেই  সব ক্যারিব্যাগ , পলিথিন বা প্লাস্টিকের তৈরি ক্যারিব্যাগের জায়গা দখল করতে পারবে তো? 
নাকি প্রশাসনের নজরদারি এড়িয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ আবার আগের জায়গায় ফিরে আসবে ?
 আমাদের সকলের উচিত আমাদের এই বসুন্ধরা কে নির্মল রাখতে সেই সঙ্গে আমাদের স্বাস্থ্যকে সঠিক রাখতে   অবশ্যই প্লাস্টিক বা পলিথিন তৈরি ক্যারিব্যাগ এড়িয়ে চলতে হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.