আরামবাগ লায়ন্স ক্লাবের ৪৩তম বোর্ড অফ ডাইরেক্টর্স গঠিত হলো। গত ২৯জুন আরামবাগ লায়ন্স ক্লাবের সভাকক্ষে নিয়ম অনুযায়ী আগামী ২০২২–২৩ আর্থিক বছরের জন্য সর্ব সম্মতিক্রমে বোর্ড অফ ডাইরেক্টর্স গঠন করা হয়েছে বলে জানা গেছে। পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন গৌরী শঙ্কর দেব, ইনস্টলেশন অফিসার সেকেন্ড ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কল্যান কুমার মান্নার উপস্থিতিতে এদিন আরামবাগ গার্লস স্কুলের উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। রিজিওন চেয়ারপারসন লায়ন বিশ্বনাথ কুন্ডুর সুন্দর সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে অতিথিরা উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। শেষে আগামী আর্থিক বছরের জন্য নয়া বোর্ড গঠন করা হয়, এর মধ্যে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন লায়ন রাজিব মন্ডল, সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন লায়ন অচিন্ত্য কুন্ডু এবং ট্রেজারার হিসেবে নির্বাচিত হন লায়ন অভিজিৎ নন্দী। এঁরা সহ এবারও বেশ কয়েকজন তরুণ মুখ সদস্য পদ গ্রহণ করে সকলেই আগামী দিনে আরামবাগ লায়ন্স ক্লাব কে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ গ্রহণ করেন। সঞ্চালক লায়ন বিশ্বনাথ কুন্ডু ও লায়ন দূর্গা প্রসাদ সরকার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সেদিনের মত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।