Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত গোস্বামী : আগামী ২১শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে ঐতিহাসিক জনসভায় যোগদানের জন্য আজ বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে দলের নেতা থেকে শুরু করে অনেক সাধারন কর্মী উপস্থিত ছিলেন, আর এই মিছিলেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখার্জী তার বক্তৃতায় ২১শে জুলাই ধর্মতলায় ঐতিহাসিক জনসভায় দলের কর্মীদের যোগদান করতে বলার সাথে সাথে তিনি দলের কিছু গাদ্দারের কথাও স্বীকার করে নিলেন,তিনি জানালেন তাঁর দলেরই কিছু লোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে চুপিসারে যোগাযোগ রেখে চলেছেন।এর আগে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে, ঐতিহাসিক ২১ শে জুলাই এর আগে আরেকবার গোষ্ঠী কোন্দলকে উস্কে দিলেন খোদ বিধায়ক।উল্টোদিকে তৃণমূলের এই অন্তর্কলহে সূর চড়িয়েছে বিজেপি, গঙ্গাজলঘাটি বিজেপির মন্ডল সভাপতি রাজীব কুমার তিওয়ারি বলেন, মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে,এই দল পুরো সিন্ডিকেটের দল, এদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে কেমন মারপিট হবে তা জনগন দেখবে, এই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোন অধ্যায় নয়।
আগামী ২১শে জুলাই এর ঐতিহাসিক জনসমাবেশ এবং পঞ্চায়েত ভোটের পূর্বে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে আসায় দলের ভাবমূর্তিকে নষ্ট করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.