দেবনাথ মোদক : চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের ৫টি অঞ্চলে ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করা হল। শনিবার ইন্দপুর ব্লকের গৌউরবাজার, রঘুনাথপুর, ব্রজরাজপুর, হাটগ্রাম, ইন্দপুর এই ৫টি অঞ্চলের উপস্বাস্থ্য কেন্দ্র গুলির শুভ উদ্বোধন হয়।
প্রশাসন সূত্রে খবর, চিকিৎসা ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের আওতায় যে সকল ছোট ছোট গ্রাম গুলো রয়েছে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ওই উপস্বাস্থ্য কেন্দ্রেগুলি তৈরি করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ খুব কম দুরত্বের মধ্যে যাতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে তাই এই ব্যবস্থা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মথুর কাপড়ি, ইন্দপুর ব্লকের বিডিও সৌমেন দাস, জয়েন্ট বিডিও তনুশ্রী মসাট, ইন্দপুর বিওএমএইচ কাজল দে সহ স্থানীয় স্বাস্থ্যকর্মী প্রমূখ।
